বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন নোটেও প্রচলিত ১০ টাকার নোটের মূল রং ও নকশা এবং আকার অপরিবর্তিত থাকছে।
তবে নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি লালচের পরিবর্তে সাদা হবে। গভর্নরের স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙের হবে।
নতুন নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ থাকবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার তাদের মতিঝিল অফিস এবং পরবর্তীতে তাদের অন্যান্য অফিস থেকে নতুন ১০ টাকার নোট সরবরাহ করা হবে।
সেইসঙ্গে জানানো হয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও চালু থাকবে।
ঈদে নতুন টাকা
১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমেও দেওয়া হবে।
একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।