April 5, 2025

ফরচুন নিউজ ২৪

মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১৩২

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। মালির মধ্য মোপ্তি অঞ্চলের কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালায়। দেশটির সরকার স্থানীয় সময় সোমবার (২০ জুন) এ হামলার বিষয়টি নিশ্চিত করে।

এক বিবৃতিতে দেশটির সরকারের তরফে জানানো হয়, কাতিবা মাসিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মালির মধ্য মোপ্তি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে। শনিবার ও রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং কয়েকজন অপরাধীকে চিহ্নিত করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন আমাদৌ কাউফার মাসিনা কাতিবার সদস্যরা বেসামরিক লোকজনকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মধ্য মালির দিয়াল্লাসাগৌ ও নিকটবর্তী দুটি গ্রাম, দিয়াওয়েলি এবং ডেসাগৌ-তে এই হত্যাকাণ্ড ঘটানো হয় যে অঞ্চলটির মানুষ দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিল।

যদিও মালির মধ্যাঞ্চলে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে, ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বলেছেন, ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।

মালি ও মধ্য সাহেল অঞ্চলে কয়েক মাস ধরে হত্যাকাণ্ড চালানোর পেছনে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে দেশটির সরকার। এই অঞ্চলে আইএস ও আল-কায়েদার সহযোগী সংগঠনগুলো সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালের পর থেকেই এ ধরনের সহিংসতা চলছে সেখানে। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *