November 24, 2024

ফরচুন নিউজ ২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক: হানিফ

1 min read

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থান অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।রোববার (৬ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেন ইস্যুতে ঢালাওভাবে কোনো পক্ষ নেওয়া সমীচীন হবে না।এসময়  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিএনপির রাজনৈতিক বক্তব্য যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, কেউ যেন বাজার নিয়ে কোনো কারসাজি করতে না পারে এ ব্যাপারে সরকার সজাগ। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *