July 8, 2025

ফরচুন নিউজ ২৪

টাইগারদের নতুন ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন কোচ হেরাথ

অবশেষে সত্য হলো গুঞ্জন। জাতীয় দল জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।

বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরশীল এক সূত্র নিশ্চিত করেছে এ খবর। শনিবার বিকেলের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানাবে বিসিবি।

About The Author