April 14, 2025

ফরচুন নিউজ ২৪

কষ্টার্জিত জয়ে আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শিরোপার লড়াই এখন সীমাবদ্ধ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। টেবিলে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়নশিপের খুব কাছে রিয়াল। তবু গাণিতিক সমীকরণে টিকে আছে বার্সেলোনার সম্ভাবনা।সেটিও ধূসর হয়ে যেতে পারতো আরেকটি ম্যাচ হারলে। তা হয়নি। বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে শিরোপা সম্ভাবনা এখনও টিকে রইলো বার্সেলোনার। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন পিয়েরে এমেরিক আউবেমেয়াংসোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল বার্সেলোনা। ম্যাচের ৫৬ শতাংশ সময় বলের দখল ছিল স্বাগতিক ক্লাবটির দখলে। গোলের জন্য ৮টি শট করে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা। তবে মার্ক টের স্টেগানের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বার্সার।

উল্টো ম্যাচের ১১ মিনিটের মাথায় আউবেমেয়াংয়ের গোলে লিড নেয় কাতালান ক্লাবটি। প্রথমে পোস্টে লেগে ফিরে আসে ওসুমানে দেম্বেলের শট। ফিরতি বল পেয়ে ক্রস দেন গাভি। সেই বল নামিয়ে দূরের পোস্টে ক্রস দেন ফেররান তোরেস। বাকি কাজটা নিখুঁত হেডে সারেন আউবেমেয়াং।স্প্যানিশ লা লিগায় সাত ম্যাচ পর ঘরের মাঠে গোল হজম করলো সোসিয়েদাদ। আর ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেওয়া আউবেমেয়াংয়ের লা লিগায় এটি ১১ ম্যাচে নবম গোল। যার মধ্যে প্রতিপক্ষের মাঠে ছয় ম্যাচে করেছেন সাতটি গোল।

আউবেমেয়াংয়ের একমাত্র গোলে পাওয়া জয়ের পর ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট। বাকি থাকা পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই শিরোপা জিতবে রিয়াল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *