November 22, 2024

ফরচুন নিউজ ২৪

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করেছে সরকার: প্রধানমন্ত্রী

1 min read

বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করেছে সরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত আবিষ্কারের বিকল্প নেই। মানসম্মত কৃষি উৎপাদন বাড়াতে আরও বেশি গবেষণা প্রয়োজন। স্থাপন করতে হবে আঞ্চলিক গবেষণাগার। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি জাতির জনকের আদর্শ মেনে চলি, তাই কৃষিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষির উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে।’ মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির জন্য কম খরচে বেশি ফসল উৎপাদনে জোর দেন তিনি। একই সাথে কৃষির ওপর শিক্ষা ও গবেষণায় মানুষের আগ্রহ বাড়াতে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতাই শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলদ্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের উর্বর মাটিতে কম খরচে বেশি ফসল উৎপাদন করতে গবেষণার ওপর জোর দেন সরকার প্রধান। জানান, গবেষণার মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের লক্ষ্যেই কাজ করছে সরকার।

শেখ হাসিনা বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরই কৃষি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যার কারণে ১৯৯৮ সালে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতা শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলব্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলে

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন কৃষি সচিব মেসবাউল ইসলাম। আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, সফল কৃষক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

 

About The Author