রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে পাকিস্তান
1 min readঅন্যান্য দেশের মতো পাকিস্তানেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তাই দেশটি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির চিন্তা-ভাবনা করছে। এজন্য পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় বিশেষজ্ঞদের যাচাই-বাছাই করে তথ্য সরবরাহ করতে বলেছে।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুনে পাকিস্তানের জ্বালানি তেলের আমদানি চার বছরের মধ্যে সর্বোচ্চ হতে যাচ্ছে। এসময় দেশটির জ্বালানি তেল আমদানি সাত লাখ টনে পৌঁছাতে পারে। মে মাসে এর পরিমাণ ছিল ছয় লাখ ত্রিশ হাজার টন। ২০১৮ সালের মে মাসে আমদানি হয়েছিল ছয় লাখ ৮০ হাজার টন ও ২০১৭ সালের জুনে ছিল সাত লাখ ৪১ হাজার টন।
এদিকে মূল্যছাড়ে জ্বালানি তেল কিনতে রাশিয়া ও কাতারে মন্ত্রীদের পাঠানোর কথা জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় সবচেয়ে বড় সংকট চলছে জ্বালানির।
দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছেন, গত মাসে রাশিয়া থেকে ৯০ হাজার টন সাইবেরিয়ান ক্রুড কেনা হয়েছে। এখন আরও কেনার জন্য আলোচনা চলছে।