বৃদ্ধি পাচ্ছে যমুনার পানি, ভাঙছে তীর
1 min readসিরাজগঞ্জে বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। সেই সঙ্গে বাড়ছে নদী ভাঙন। প্রতিনিয়ত পানি বৃদ্ধি ফলে বন্যা হওয়ার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার (১৪ জুন) সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ১ দশমিক ৪০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, টানা বর্ষণ ও উজানের ঢলের কারণে যমুনা নদীর পানি ধারাবাহিকাবে বৃদ্ধি পাচ্ছো যা অব্যাহত থাকবে। এভাবে পানি বৃদ্ধি পেয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার এনায়েতপুর ও চৌহালীতে নদীভাঙন বাড়ছে। গতকাল সোমবার একদিনে এনায়েতপুরের ব্রাক্ষনগ্রামে একটি মসজিদসহ অন্তত ৫টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। চৌহালীতে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।