May 18, 2024

ফরচুন নিউজ ২৪

বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

1 min read

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরজমিনে প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, সকালে ঢাকাগামী ইমাম পরিবহণের একটি যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-০৭৩৩) সাথে ময়মনসিংহগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-খ-১৫-০১৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৬ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মাঝে একটি শিশু, দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, হাইওয়ে পুলিশ, মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর বাসের নিচ থেকে প্রাইভেটকারটি বের করে নিহতদের উদ্ধার করে।

About The Author