May 18, 2024

ফরচুন নিউজ ২৪

টুইফিয়া ও টুইফাস নাম রাখলেই ১৮ বছর ফ্রি ইন্টারনেট সেবা!

1 min read

সদ্য জন্ম নেয়া কোনো মেয়ের নাম ‘টুইফিয়া’ আর ছেলের নাম ‘টুইফাস’ রাখলেই মিলবে ফ্রি ওয়াইফাই সুবিধা। কোনো দম্পতি সেটা করলেই ১৮ বছর ফ্রিতে ব্যবহার করতে পারবেন ওয়াইফাই।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, এমনই একটি বিজ্ঞাপন দিয়েছিল সুইজারল্যান্ডের একটি ইন্টারনেট প্রোভাইডার সংস্থা। আর তা দেখেই এক দম্পতি নবজাতক মেয়ের নাম রাখলেন ‘টুইফিয়া’। বিনিময়ে তারা পেলেন ১৮ বছর পর্যন্ত ফ্রি ওয়াইফাই পরিষেবা।

সুইস ওই ইন্টারনেট প্রোভাইডার সংস্থার নাম টুইফাই। নিজেদের প্রচারণার জন্যই এমন অভিনব অফার দিয়েছিল স্টার্ট-আপ সংস্থাটি। যে দম্পতি সেই অফার লুফে নিয়েছেন তাদের পরিচয় অবশ্য এখনো জানা যায়নি।

তবে সংস্থার শর্ত মেনেই যে মেয়ের নামকরণ করা হয়েছে, তার প্রমাণ দিতে টুইফিয়ার সরকারি বার্থ সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই দম্পতি। কারণ, এটাও শর্ত ছিল সেই বিজ্ঞাপনে।

মেয়ের এমন অদ্ভুত নাম রাখার পরে বাবা-মা জানিয়েছেন, এর ফলে বাড়িতে ইন্টারনেটের জন্য তাদের কোনো খরচ লাগবে না। আর সেই বাবদ যে টাকা বাচবে তা জমিয়ে রাখা হবে মেয়ের নামেই। ১৮ বছর পরে মেয়েকে ওই টাকায় গাড়ি কিনে দেয়া হবে।

 

About The Author