September 18, 2024

ফরচুন নিউজ ২৪

ঘরে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম

1 min read

দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তার বাবার ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এক যুবক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে তাদের নিজ ঘরে এ ঘটনা ঘটে। আহত নির্বাহী কর্মকতার নাম ওয়াহিদা খানম। আর তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা ওমর আলী। গুরুতর অবস্থায় তাদের সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

জানা যায়, নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, আনুমানিক রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে এক যুবক প্রবেশ করে। প্রথমে ওই যুবক তার বাবাকে আহত করে পাশের ঘরে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতারিভাবে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

মূলত উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

About The Author