৩ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

টানা তিনদিনের সরকারি ছুটিতে পড়েছে বাংলাদেশ। আর এই সুযোগে ঘুরতে বেরিয়েছেন অনেকে। এরই মধ্যে বান্দরবানের পর্যটন স্পটগুলো মানুষের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বান্দরবানের প্রায় সব পর্যটন স্পটে দেখা গেছে ভিড়। এর মধ্যে রয়েছে বান্দরবানের মেঘলা, নীলাচল, তমাতুংগী ও নীলগিরি।
চট্টগ্রাম থেকে সপরিবারে বান্দরবানে যাওয়া জাহাঙ্গীর আলম বলেন, দেশের অনেক স্থানে ভ্রমণ করেছি, তবে বান্দরবানের মতো এত সুন্দর ও মনোমুগ্ধকর দৃশ্য কোথাও দেখিনি।
দিনাজপুর হতে বান্দরবানে যাওয়া শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, বান্দরবানের অনেক পর্যটন স্পট ভ্রমণ করেছি। তবে নীলগিরি মুগ্ধকর।