May 18, 2024

ফরচুন নিউজ ২৪

১১২ দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০৪তম

1 min read

বিশ্বের মোট ১১২টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ১০৪তম, যা দুর্বলতম পাসপোর্টের দিক থেকে নবম। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই বিশ্বের ২২৭ দেশের মধ্যে মাত্র ৪০টিতে ভ্রমণ করা যায়। এর আগে ২০২০ সালে এই পাসপোর্ট নিয়ে আগে থেকে ভিসা ছাড়াই ৪১টি দেশ ভ্রমণ করতে পারতেন বাংলাদেশিরা।

বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২২’ এর সর্বশেষ সংস্করণে এই তথ্য উঠে এসেছে। সর্বশেষ সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে কসোভো ও লিবিয়া। এতে বাংলাদেশের এক ধাপ অবনমন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল ১০৩তম।

সর্বশেষ প্রকাশিত এই সূচকে যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছে সিঙ্গাপুর ও জাপান। দেশ দুটির নাগরিকরা মোট ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।এদিকে, সূচকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে ৩৪তম অবস্থানে। ১৪৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে দেশটির। অন্যদিকে, ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়া আছে ৪৯তম অবস্থানে। রাশিয়ানরা ১১৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *