April 6, 2025

ফরচুন নিউজ ২৪

হলিউডের নতুন সিনেমায় দেখা দিলেন প্রিয়াঙ্কা

মুক্তি পেয়েছে বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আপকামিং সিনেমা ‘উই ক্যান বি হিরোস-এর টিজার। নেটফ্লিক্স প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

সিনেমাটিক সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া তার এক টুইট বার্তায় জানান, ‘সত্যি বলতে শুটিংয়ের সেরা মুহূর্ত কাটিয়েছি এই সিনেমাটি করার সময়। রবার্ট রজার্স এবং বাচ্চাদের সাথে কাটানো সময়গুলো দুর্দান্ত। সব মিলিয়ে সামনের বছর দারুণ কিছু অপেক্ষা করছে।’

প্রসঙ্গত, ‘উই ক্যান বি হিরোস’ ৯০’ দশকের আইকনিক একটি চলচ্চিত্র ‘শার্কবয় এবং লাভা গার্ল’র সিক্যুয়াল।সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন রবার্ট রজার্স। ২০২১ সালের ১ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে এ সিনেমা।

এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে কিয়ানু রিভসের ‘ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও তার অভিনীত রামিন বাহরানি পরিচালিত ‘হোয়াইট টাইগার’ সিনেমাও রয়েছে মুক্তির অপেক্ষায়।

About The Author