May 18, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালের গৌরনদীতে মিশ্র খামার করে আলোড়ন সৃষ্টি

1 min read

বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মজিবর রহমান বিপ্লব মিশ্র খামারে তরমুজ, সাম্মাম চাষাবাদ ও মাছ চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন।

উপজেলার বাসুদেবপাড়া গ্রামে তার খামারে শোভা পাচ্ছে তরমুজ ও বাহারি রংয়ের বিদেশি সাম্মাম ফল।

বিপ্লব জানান, এ বছর ৪০ শতাংশ জমির ওপর তরমুজ ও বিদেশি জাতের সাম্মাম চাষ করেছেন তিনি। দেশের বিভিন্ন জেলা থেকে বীজ সংগ্রহ করে গত এক বছরের প্রচেষ্টায় শীতকালীন তরমুজ, দুই প্রকারের সাম্মাম এবং মাছের চাষ করেন।

প্রাথমিক পর্যায়ে খামারে কিছুটা সমস্যা হলেও এ বছর ৫ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, বিপ্লব তার কাছে কৃষি কাজ করে লাভবান হওয়ার পরামর্শ চাইলে তিনি শীতকালীন তরমুজ ও সাম্মাম চাষের পরামর্শ দেন। সে অনুযায়ী বিপ্লব তার কৃষি খামারে বিপ্লব ঘটিয়েছেন।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, বিপ্লবের কৃষি খামার নিয়মিত পরিদর্শন করে যাবতীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছেন তারা। তাদের দিক নির্দেশনা মেনে চলায় সফলতা পেয়েছে কৃষক বিপ্লব।

About The Author