May 6, 2024

ফরচুন নিউজ ২৪

সেহরি-ইফতারের সময় সূচি প্রকাশ

1 min read

ইসলামের পাঁচটি ফরজ এর মধ্যে রমজান বা রোজা বা সিয়াম হচ্ছে তিন নম্বর ফরয। রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা হয়েছে। যা প্রত্যেক মুসলমানকে পালন করতে হয়। মূলত হিজরি সনের ‘রমজান’ মাস অনুসারে রমজান বা রোজা পালন করা হয়।

২০২২ সালের সরকরি ছুটির তালিকা, হিজরি ১৪৪৩ ক্যালেন্ডার ও ইংরেজি ২০২২ সালের বর্ষপঞ্জি, শবে বরাত ২০২২ এর তারিখ অনুযায়ী রমজান ২০২২ এর পবিত্র সিয়াম বা রোজা শুরু হচ্ছে ২রা এপ্রিল ২০২২ হতে যা বাংলাদেশসহ ভারত উপমহাদেশে ৩রা এপ্রিল হবে।

এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ০৩ এপ্রিল। এজন্য সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *