May 18, 2024

ফরচুন নিউজ ২৪

সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধ

1 min read

সুন্দরবন (ছবি: মোংলা প্রতিনিধি)করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন।

এই কর্মকর্তা বলেন, ‘এমনিতে সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্কে মোংলা সমুদ্রবন্দর ও সুন্দরবনে পর্যটকদের আগমন মারাত্মকভাকে কমছে। এতে স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতিতে পড়ছেন। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সুন্দরবনে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পর্যটকদের স্বাগত জানানো হবে। কিছুটা বিপাকে পড়লেও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সবাইকে বিষয়টি মেনে চলার আহ্বান জানানো হলো।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *