May 17, 2024

ফরচুন নিউজ ২৪

সবচেয়ে কম ভ্যাকসিন নিয়েছে বরিশাল বিভাগের মানুষ

1 min read

রিশাল বিভাগের ৬ জেলায় গত এক মাসে করোনার টিকা নিয়েছেন (প্রথম ডোজ) ১ লাখ ৭২ হাজার ১১৯ জন। এর মধ্যে বরাদ্দ অনুয়ায়ী বরিশালে টিকা গ্রহণের হার বেশি। সবচেয়ে কম ঝালকাঠি জেলায়।

প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক-নার্স, স্বাস্থ্য বিভাগসংশ্লিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ১৫

পেশার মানুষের মধ্যে টিকার প্রথম ডোজ প্রদান করা হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশের মতো বরিশালেও করোনা টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়। এরপর থেকে ৭ মার্চ পর্যন্ত এক মাসে এই বিভাগে ১ লাখ ৭২ হাজার ১১৯ ব্যক্তি টিকা নিয়েছেন। এর মধ্যে বরিশালে ৫৪ হাজার ৭৫৪ জন, ভোলায় ৩২ হাজার ৩৪৯ জন, পটুয়াখালীতে ২৯ হাজার ৩৪২ জন, পিরোজপুরে ২৬ হাজার ৯৭ জন, বরগুনায় ১৬ হাজার ৪১১ জন ও সবচেয়ে কম ঝালকাঠি জেলায় ১৩ হাজার ১৯৬ জন টিকা নিয়েছেন।

About The Author