May 4, 2024

ফরচুন নিউজ ২৪

রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৩

1 min read

রাশিয়ার সামরিক বাহিনীর দু’টি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (৫ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জার্মান বার্তাসংস্থা ডয়েচে ভেলে ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়।

জানা যায়, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তাছাড়া ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে সারাতোভ অঞ্চলের এঙ্গেলস-২ বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে এসব বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তাছাড়া, দুটি বিস্ফোরণস্থলের অবস্থানই ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সারাতোভ শহরের বাসিন্দাদের পোস্ট দেখে বিস্ফোরণের কথা প্রথম জানা যায়। ধারণা করা হচ্ছে, সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় এঙ্গেলস-২ বিমান ঘাঁটিতে বড় বিস্ফোরণ ঘটে।

সারাতোভের আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী এ ঘটনা তদন্ত করে দেখছে। স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকতে বলা হয়েছে। তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি ‘বিস্ফোরণ’ শব্দটি উল্লেখ করেননি।

এদিকে, বিবিসির রুশ সম্পাদক স্টিভেন রোসেনবার্গ বলেন, নিজেদের পৃথক দু’টি সামরিক স্থাপনায় বিস্ফোরণের পেছনে ইউক্রেনের জড়িত থাকতে পারে বলে দাবি করতে পারে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক বিস্ফোরণের বিষয়টি জানানো হয়েছে। তবে, এ ঘটনার পেছনে কারা জড়িত বা কীভাবে এ বিস্ফোরণ ঘটলো, তা নিয়ে আমার কাছে এখনো কোনো পরিষ্কার তথ্য নেই। তবে আমাদের নিরাপত্তা বাহিনী বিষয়টি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, এঙ্গেলস বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত দূরপাল্লার বোমারু বিমানগুলো রাখা আছে। গত সপ্তাহে স্যাটেলাইট থেকে সংগ্রহ করা কয়েকটি ছবিতে এ বিমানঘাঁটিতে সামরিক বিমানের তৎপরতা দেখা যায়। সেসব ছবি প্রকাশে পর বিস্ফোরণের এ ঘটনা ঘটলো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *