May 5, 2024

ফরচুন নিউজ ২৪

রমাযানের শেষ দশদিন ২৪ ঘন্টা খোলা থাকবে মসজিদে নববী (সা.)

1 min read

মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি মাহে রমযান ১৪৪২ উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

তারাবির নামাযের আধাঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘণ্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমযানের শেষ দশদিন ২৪ ঘণ্টা মসজিদ খোলা থাকবে।

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্টেন্স) বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামায আদায় করতে পারবেন। (মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামায আদায় করবেন।)

রিয়াজুল জান্নাহ, ইমাম সাহেবগণ, মসজিদে নববীর স্টাফ এবং জানাযার নামাযে অংশগ্রহণকারীদের নির্ধারিত থাকবে।

মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামায আদায় করতে পারবেন। এবং সেই সাথে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

About The Author