ব্রাজিল কোচের চোখে সব গ্রুপই কঠিন, বাকিরা কী বলছেন?
1 min readফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আরও সাড়ে সাত মাসের বেশি সময়। এর মধ্যেই শুরু হয়ে গেলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র আমেজ। শুক্রবার কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র হওয়ার পর ক্রীড়াপ্রেমিদের মুখে মুখে এখন এই একই আলোচনা।
কাতারের দোহায় হওয়ার গ্রুপ পর্বের ড্রয়ের পর আপাতদৃষ্টিতে গ্রুপ অব ডেথ তথা মৃত্যুকূপে আছে স্পেন, জার্মানি, পর্তুগালের মতো দলগুলো। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ড্রয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে স্কালোনি বলেছেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এখন যে গ্রুপে পড়েছি তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে। প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে ভালোভাবেই হারিয়েছে এবং সৌদি আরব খুব ভালো সুশৃঙ্খল একটি দল।’
ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ‘মৃত্যুকূপও নয়, সহজও নয়, প্রতিটি গ্রুপই কঠিন। পর্তুগালের গ্রুপে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা আছে। আমাদের গ্রুপে সবই গতবারের মতো। এবার শুধু কোস্টারিকা নেই। এছাড়া সুইজারল্যান্ড-সার্বিয়ার কথা বললে তারা ইতালি ও পর্তুগালের মতো দলগুলোকে রুখে দিয়েছে। ক্যামেরুনও আফ্রিকান দলগুলোর মধ্যে বেশ শক্ত। আমাদেরকে নিজেদের সেরা খেলাই খেলতে হবে।’
জার্মানি ও জাপানের সঙ্গে ই গ্রুপে পড়েছে স্পেন। তাদের গ্রুপের আরেক দল আসবে প্লে অফ খেলে। স্পেনের কোচ লুইস এনরিকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘জার্মানিসহ এই গ্রুপটি খুবই শক্তিশালী। আমরা নিজেদের শক্তি ও গত কয়েক বছরের কঠোর পরিশ্রমের সুবাদে শীর্ষ দল হিসেবে আছি। গ্রুপের বাকিদের ব্যাপারে সত্যি বললে আমি কিছুই জানি না। এখন তাদের নিয়ে পড়াশোনা করতে হবে এবং দল হিসেবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে ডি গ্রুপে। তাদের সঙ্গে আছে ডেনমার্ক ও তিউনিশিয়া। চতুর্থ দল আসবে প্লে-অফ খেলে। নিজের গ্রুপ সম্পর্কে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মন্তব্য, ‘ড্র দেখেই আপনি নিজেকে নিরাপদ ভেবে ফেলতে পারেন না। আমরা ডেনমার্কের কথা বলতে পারি, তারা ইউরোতে কী করেছে সবাই দেখেছে। তারা সেমিফাইনাল খেলেছে এবং র্যাংকিংয়ে এখন ১১ নম্বরে আছে। ইউরোপের সেরাদের কাতারেই আছে ডেনমার্ক। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সেটি চার বছর আগের কথা। এখন কোনো চাপ নেই, শুধু উপভোগ করতে চাই।’
দীর্ঘদিন ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডার সঙ্গে এফ গ্রুপে। দলটির কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘বেশ কিছু কারণে এই গ্রুপটি চ্যালেঞ্জিং। আমাদের প্রতিপক্ষরা দারুণ দল। মরোক্কোর সঙ্গে আমাদের কিছু যোগসূত্র আছে। আমাদের মারুইন ফেলাইনি, নাসের চাদলিদের পূর্বসূরি মরোক্কোর। কানাডা বাছাইয়ে দারুণ ফুটবল খেলেছে। তাই এই ম্যাচটিও জমজমাট হবে। ক্রোয়েশিয়ার কথা সবাই জানি, তারা গত আসরের রানার্সআপ।’
আপাতদৃষ্টিতে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এইচ গ্রুপে তাদের সঙ্গী উরুগুয়ে, ঘানা ও কোরিয়া। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘বিষয়টা হলো গ্লাস অর্ধেক ভরা নাকি অর্ধেক পূর্ণ! আগের আসরগুলো ধরলে উরুগুয়ে অবশ্যই ফেবারিট। র্যাংকিং ধরলে পর্তুগাল ফেবারিট। তবে ঘানা এবং কোরিয়ার কথাও ভুলে গেলে চলবে না। দলের সবার জন্যই আমাদের সম্মান দিতে হবে।’