April 20, 2024

ফরচুন নিউজ ২৪

রমজানে কম দামে দুধ-ডিম-মাংস বিক্রির উদ্যোগ

1 min read

পবিত্র রমজান মাসে কম দামে দুধ-ডিম এবং মাংস ভ্রাম্যমাণভাবে বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এদিকে রমজানে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে মাঠে থাকবে বিএসটিআই। এসময় তারা ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে বিএসটিআইর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছুটির দিনসহ স্বাভাবিক কার্যদিবসেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং কারচুপি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

একই সঙ্গে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও ভৈরবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *