বরিশালের ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আনসার মোতায়েন
1 min readদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকতা ওয়াহিদা খানমকে নির্মমভাবে কুপিয়ে আহত করার পর বরিশাল জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের প্রত্যেকের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছে চারজন করে আনসার সদস্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের নির্র্দেশে গত বৃহস্পতিবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আমমার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে তাদের নিয়োগের কথা জানানো হয়। এ বিষয়ে তিনি আরও জানান, জেলার ১০ উপজেলার সব উপজেলা নিবার্হী কর্মকর্তার সরকারি বাসভবনে চারজন করে আনসার মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান তিনি।
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের মধ্যে স্ব-স্ব উপজেলাগুলোতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা পৌছেছেন। যাদের মধ্যে অনেকেই তাদের দায়িত্ব পালন শুরু করেছে। এসব স্বসস্ত্র অঙ্গীভূত আনসারের মধ্যে ২ জন অস্ত্রধারী ২ জন নিরস্ত্র সদস্য রয়েছেন।