ফাইনালের স্বপ্নে ফরচুন বরিশালের প্রয়োজন ১৫১
হারলে বিদায়, জিতলে ফাইনালে যেতে আরও একটি সুযোগ থাকবে।এমন কঠিন সমীকরণের এলিমিনেটর ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয় নেমে ২২ রানে ৩ উইকেট হারানো ঢাকা; শেষ পর্যন্ত তুলে ১৫০ রান।
জয়ের জন্য তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশালের প্রয়োজন ১৫১ রান। আগের ম্যাচে ১৯৩ রান করে ২ রানে জেতা দলটি আজও যদি সেই ঢাকার বিপক্ষে জয় পায় তাহলে ফাইনালের স্বপ্ন টিকে থাকবে তামিমদের।
ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল ঢাকা। দলীয় ২২ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছিল তারা। সেখান থেকে দলকে টেনে তুলেন ইয়াসির আলী (৫৪) ও অধিনায়ক মুশফিকুর রহিম (৪৩)। শেষ দিকে আকবর আলী ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললে দেড়শো রানের সংগ্রহ পায় ঢাকা।
বরিশালের পক্ষে মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া তাসকিন আহমেদ ও সোহরাওয়ার্দি শুভ একটি করে উইকেট নেন।