April 26, 2024

ফরচুন নিউজ ২৪

এলিমিনেটরে ফরচুন বরিশালের শক্তি টিম পারফরম্যান্স

1 min read

রাউন্ড রবিন লিগের ফিরতি পর্বের শেষ দুই ম্যাচে নিকটতম প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী আর বেক্সিমকো ঢাকাকে হারিয়ে নকআউট পর্বে তামিম ইকবালের বরিশাল।

ওই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে দলটির ব্যাটসম্যানরা প্রায় সবাই অবদান রেখেছেন। রাজশাহীর সাথে ২২১ রানের বড় টার্গেট ছুঁতে গিয়ে অসাধারণ সেঞ্চুরি উপহার দিয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন। তার হার না মানা শতকের আগে হাফ সেঞ্চুরি উপহার দিয়ে পরবর্তী ব্যাটসম্যানদের ভালো খেলতে সাহস জুগিয়েছেন অধিনায়ক তামিমও।

শনিবারও ঢাকার বিপক্ষে মাঝপথে রানের গতি শ্লথ হয়ে পড়েছিল। অধিনায়ক তামিম, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন কম রানে আউট হলেও দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব আর তৌহিদ হৃদয় শেষ ৫ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে দলকে ১৯০’র ঘরে পৌঁছে দেন।

ওই দুই ম্যাচের চালচ্চিত্র পরিস্কার বলে দিচ্ছে, ব্যাটিংটাই চালিকাশক্তি বরিশালের। দলটির প্রশিক্ষক সোহেল ইসলাম তা মানতে রাজি নন। শুধু ব্যাটিং নয়, বোলিংটাকেও পিছিয়ে রাখতে নারাজ সোহেল।

তার ব্যাখ্যা, ‘ঢাকার সাথে শেষ ম্যাচে আমাদের দল ভালো খেলেছে। শেষ দুই ম্যাচের একটিতে ২২০ রান টপকে জিতেছে। শেষ ম্যাচে ১৯০ প্লাস রান করে জিতেছে। স্কোর লাইন দেখে মনে হচ্ছে ব্যাটিংই বুঝি আমাদের জিতিয়েছে। মোটেই তা নয়। আমাদের বোলাররাও পিছিয়ে ছিল না। তাদেরও অবদান আছে। আমার মনে হয়, আমাদের শেষ চারে খেলা ও ভাইটাল ম্যাচ জেতা- টিম পারফরম্যান্সের ফসল। আমি নকআউট পর্বে সেই টিম পারফরম্যান্সটাই চাই। সেটাই সাফল্য এনে দিতে পারে। কোন বিভাগের বিচ্ছিন্ন পারফরম্যান্সে জয় ধরা দেবে না।’

আগের ম্যাচের অনুপ্রেরণার কথা সামনে এনে বরিশাল কোচ বলেন, ‘তবে এটা ঠিক, আগের ম্যাচের জয় অবশ্যই বাড়তি শক্তি ও সাহস সঞ্চার করবে। যে কোন জয়ই আত্মবিশ্বাস বাড়ায়। আস্থা আনে। আর যেহেতু একই দলকে হারিয়ে শেষ চারে পা রাখা, তাই একটু সাহস শক্তি ও উদ্যম তো আছেই। আমার মনে হয় ছেলেরা দেখিয়েছে তাদের দিয়ে এ আসরের যে কোন দলকে হারানোর সামর্থ্য আছে তাদের।’

ঢাকা কোচ খালেদ মাহমুদ সুজন নিজ দলকে ‘বেটার সাইড’ বলে অভিহিত করেছেন। বরিশাল কোচ সোহেল ইসলাম নিজ দল নিয়ে কোনো রকম বড় মন্তব্যে যেতে নারাজ। তার ব্যাখ্যা ভিন্ন। তিনি বলেন, আমার কাছে নির্দিষ্ট দিনের গেম প্ল্যান, একাদশ সাজানো, উইকেটের সাথে কোন নির্দিষ্ট দলের পারফরম্যান্সের কার্যকারিতা আসল। শক্তির অনুপাত, সামর্থ্য আর ব্যক্তিগত নৈপুণ্য, মুন্সিয়ানা কোনোটাই আমার কাছে খুব বড় নয়। আমি টি-টোয়েন্টি ফরম্যাটে আগের হিসাব-নিকেশ ধরি না। কে কেমন দল? তার শক্তি কেমন? তা নিয়ে খুব মাথা ঘামাই না আমি। আমার কথা হলো আমার দল নির্দিষ্ট দিনে কেমন খেললো, সেটাই।’

About The Author