প্রধানমন্ত্রীর পিএস হলেন মনিরা বেগম
 
        প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-২ হিসেবে নিয়োগ দিয়েছেন । বুধবার (২ জুন) এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। এর আগে এ পদে কর্মরত ছিলেন ওয়াহিদা আক্তার। তিনি এখন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। প্রধানমন্ত্রী যতদিন তার পদে থাকবেন অথবা একান্ত সচিব-২ হিসেবে মনিরাকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই কর্মকর্তা ওই পদে বহাল থাকবেন।
প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পাওয়ার আগে মনিরা বেগম মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুবিভাগে বর্তমানে ২০ জন কর্মকর্তা আছেন।

 
                 
                 
                 
                