May 3, 2024

ফরচুন নিউজ ২৪

করোনায় মারা গেলেন স্ত্রী, পাঁচ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

1 min read

টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন- ঘাটাইলের স্থানীয় সাংবাদিক কামাল হোসেনের বাবা সোহরাব আলী (৮৫) ও মা সুফিয়া বেগম (৭৫)। তারা উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৪ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ সোহরাব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুই জনের করোনা পরীক্ষা করোনা হয়। পরীক্ষার ফল করোনা পজিটিভ হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর পর সেখানে গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলীও মারা যান। শুক্রবার সকালে তাদের গর্জনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে।

About The Author