খরচ বাঁচাতে বিদেশ সফরে সদস্য কমাচ্ছে বিসিবি

আন্তর্জাতিকভাবেই বেড়েছে সবকিছুর খরচ। যার প্রভাবে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। তাই এখন থেকে খরচ বাঁচাতে যেকোনো বিদেশ সফরে সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুধু তাই নয়, বোর্ডের প্রতিটি ডিপার্টমেন্টে সম্ভাব্য সকল খরচ কমানোর বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিবির পরিচালন পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।