April 20, 2024

ফরচুন নিউজ ২৪

কেকের মৃত্যু নিয়ে মামলা, চলছে তদন্ত

1 min read

রতের বিখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। সবাই তাকে কেকে নামেই বেশি চেনেন ও জানেন। কলকাতার নজরুল মঞ্চ অডিটোরিয়ামে সন্ধ্যার কনসার্টের পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় ভারতের বিখ্যাত এ গায়কের। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে কলকাতা পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে মামলার বিষয়টি জানান।

ওই কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেন, ‘মামলাটি নিউ মার্কেট থানায় করা হয়েছে। এর আওতায় পাঁচ তারকা হোটেলটি পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কেকে যেখানে অসুস্থ বোধ করেছিলেন।’

সেই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আমরা গায়ক কেকের মৃত্যুর তদন্ত শুরু করেছি এবং নিউ মার্কেট থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং তাকে হাসপাতালে নেয়ার আগে কী ঘটেছিল, তা বোঝার জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি।’

কনসার্টে পারফর্ম করার পর হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন কেকে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *