May 12, 2024

ফরচুন নিউজ ২৪

কেকের শেষকৃত্য সম্পন্ন

1 min read

ভারতের প্রখ্যাত গায়ক কেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কেকের পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

এর আগে প্রিয় শিল্পী কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ভিড় করেন ভারতীয় শোবিজের তারকারা। বেলা সাড়ে ১১টার দিকে কেকের বাড়িতে যান অভিনেতা ফয়সাল খান। এরপর হাজির হন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, গায়ক জাভেদ আলী, গায়িকা শিল্পা রাও, অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, সলিম মার্সেন্ট, নির্মাতা বিশাল ভরদ্বাজ প্রমুখ।

মঙ্গলবার রাতে কলকাতায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠানস্থল ত্যাগ করে ফিরে যান হোটেলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ তারকা শিল্পী তার বিদেহী আত্মার শান্তি কামনা করে পোস্ট দিয়েছেন। এ তালিকায় রয়েছেন সালমান খান, আল্লু অর্জুন, সংগীতশিল্পী শান, আমির খান প্রমুখ।

কেকের মত্যৃর কারণ নিয়ে জোর আলোচনা চলছে। কলকাতার নিউমার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে এ সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকের।

কেকের মৃত্যুর পর মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন তার স্ত্রী জ্যোতি ও পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ। কলকাতার রবীন্দ্র সদনে এ সংগীতশিল্পীকে শেষ বিদায় জানান স্থানীয় সংগীতপ্রেমীরা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শ্রদ্ধা শেষে বুধবার বিকালে স্বামীর মরদেহ নিয়ে মুম্বাইয়ে ফিরে যান কেকের স্ত্রী জ্যোতি ও তার পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *