এবার বিবিসি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ভন
1 min readবিবিসির সঙ্গে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। দুই সপ্তাহ আগে ইয়র্কশায়ার বর্ণবাদ স্ক্যান্ডালে নাম জড়িয়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন তিনি। যে কারণে ইংল্যান্ড-ভারত টেস্টে বিবিসিতে ধারাভাষ্য দিতে দেখা যাবে না ভনকে।
গতবছর ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিক অভিযোগ করেছিলেন, ক্লাবটির প্রাতিষ্ঠানিক বর্ণবাদী আচরণে যুক্ত ছিলেন ভনও। যে কারণে সবশেষ অ্যাশেজ সিরিজে কাজ করা হয়নি ভনের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তাকে কাজে পুনর্বহাল করা হয়।
সেই ঘটনায় ইয়র্কশায়ারের সাত অভিযুক্ত খেলোয়াড়ের একজন ছিলেন ভন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটিও তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। মঙ্গলবার সন্ধ্যায় এই সমালোচনার প্রতিক্রিয়া জানিয়ে বিবিসি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন ভন।
টুইটবার্তায় ভন লিখেছেন, ‘ইয়র্কশায়ার ইস্যুতে আমি অনেকবার নিজের মন্তব্য জানিয়েছি। এটি খুবই হতাশার যখন মাঠের বাইরের ঘটনায় ধারাভাষ্যের মধ্যে চলে আসে। তাই চলমান পরিস্থিতিতে আমি এখন বিবিসির সঙ্গে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’
তবে নিজে সরে দাঁড়ালেও বিবিসির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে না। এ কথা জানিয়ে বিবিসি কর্তৃপক্ষ বলেছেন, ‘মাইকেল ভনের সঙ্গে কথা বলে আমরা তার সিদ্ধান্ত স্বাদরে স্বাগত জানিয়েছি। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে সে এখন বিবিসির সঙ্গে চুক্তিবদ্ধ থাকছে।’