April 5, 2025

ফরচুন নিউজ ২৪

এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক এবং সাকিবের স্ত্রী দু’জনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন।

বাংলাদেশ দল সীমিত ওভারের সিরিজ খেলতে নিজিল্যান্ডে অবস্থান করছে। সাকিব এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। স্ত্রী শিশির ও তৃতীয় সন্তানের পাশে থাকতেই নিউজিল্যান্ড সফরে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার।

চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার বিষয়টি।

২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

 

About The Author