May 20, 2024

ফরচুন নিউজ ২৪

ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

1 min read

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নবগঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রস্পারিটিতে (আইপিইএফ) যোগদান করা বাংলাদেশের জন্য উপকারী হবে কি না, তা নিরূপণে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আইপিইএফ নিয়ে পর্যালোচনা করছি।

রোববার (১২ জুন) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। নতুন এ অর্থনৈতিক কাঠামো বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, আইপিইএফে অন্যান্য দেশের যোগদানের সুযোগ থাকবে এবং ওয়াশিংটন আশা করে যে, বাংলাদেশ এটি নিবিড়ভাবে অনুসরণ করবে।

আইপিইএফের বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা আইপিইএফে যোগ দেবে কি না, সে বিষয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ থাকতে পারে। তবে আমরা শুধু তাই করবো, যা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নতির সঙ্গে কখনই আপস করেন না। পদ্মাসেতু জাতীয় স্বার্থে তার দৃঢ় অবস্থানের একটি বড় উদাহরণ। সুতরাং আমরা খুব খুশি যে, আমাদের খুব শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আমরা আমাদের দেশের ভালোর জন্য যা করা সম্ভব তা করবো। তবে আমরা অন্যদের পরামর্শও শুনবো, শুনতে তো ক্ষতি নেই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ধারণা ঢাকার নীতির সঙ্গে মিলে যায়। কারণ বাংলাদেশ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এ অঞ্চলে অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ নৌচলাচল দেখতে চায়। কিন্তু আমাদের নীতিগুলো ছাড়া আইপিইএফে আর কী কী আছে, তা আমার জানা নেই।’

মন্ত্রী বলেন, ‘এটা একটা ভালো লক্ষণ যে, আইপিইএফ মানি লন্ডারিং ইস্যুতে জোর দিতে চায়। কারণ পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ ব্যাংক তাদের গোপনীয়তা আইনের কারণে বিদেশি নাগরিকদের অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে না। এটি ভালো খবর, যেহেতু আমরা কাউকে অবৈধভাবে দেশ থেকে অর্থ স্থানান্তরের অনুমতি দিই না। তাই আমাদের এটি দেখতে হবে। এ বিষয়ের আওতায় কী আছে, তাও ঢাকাকে বের করতে হবে।’

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম মার্চ মাসে দ্বিপক্ষীয় সংলাপে ব্যক্তিগতভাবে তথ্য শেয়ার করে আইপিইএফ সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ শুরু করে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *