ইউক্রেনের খেরসন শহরের পতনের খবর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রায় আড়াই লাখ মানুষের শহরটির মেয়র কেন্দ্রীয় সরকার এবং ত্রাণ সংস্থার সহায়তা চেয়েছেন।
খেরসনে আহতদের সরিয়ে নেওয়ার পাশাপাশি খাবার, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহায়তা চেয়েছেন মেয়র।
স্থানীয় এক কাউন্সিল সদস্য দাবি করেছেন খেরসনে প্রায় দুইশ’ মানুষ নিহত হয়েছে এর মধ্যে অনেকেই বেসামরিক।
এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ঝাইতোমিরে জরুরি কর্মীরা একটি আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ওই ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এতে চার জন নিহত হয়েছেন।