May 3, 2024

ফরচুন নিউজ ২৪

আমরা এখন মৃত লাশ: নেদারল্যান্ডস কোচ

1 min read

আরো একবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হলো লুই ফন গালের নেদারল্যান্ডসকে। ২০১৪ বিশ্বকাপে এই আর্জেন্টিনার কাছেই টাইব্রেকারে হেরেছিল তারা। আবারও সেই টাইব্রেকার ট্রাজেডিতে কপাল পুড়লো তাদের।

বিশ্বকাপে এতদূর এসে দলের খেলোয়াড়রা ভেঙে পড়েছে। ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের অবস্থা দেখে ডাচ কোচ তো বলেই বসলেন আমাদের সবার মৃত অবস্থা।

টাইব্রেকারে প্রথম দুটি শটই মিস করে ডাচ ফুটবলাররা। ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফন হাল বলেন, ‘আমি খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলন করতে বলেছিলাম ক্লাব ফুটবলে, তারা সেটা ভালোভাবেই করেছে। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-২ ব্যবধানে ম্যাচ শেষ করা দারুণ অর্জন আমাদের জন্য।’

ম্যাচ হেরে দুমড়ে মুষড়ে পড়ে ডাচ ফুটবলাররা। ডাচ এই কোচ বলেন, ‘আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। শেষ পর্যন্ত লড়াই করেছি। ফুটবলাররা ড্রেসিং রুমে মৃত লাশের মত পড়ে আছে। তারা তাদের সবটুকু দিয়েছে এবং আমি গর্ব করি তাদের নিয়ে।’

আগামী বুধবার আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। অন্যদিকে আবারো আগামী বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো নেদারল্যান্ডসকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *