November 23, 2024

ফরচুন নিউজ ২৪

৯ মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি

1 min read

গত নয় মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি আয়ের রেকর্ড হয়েছে গত মে মাসে। এ মাসটিতে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ অর্থবছরের (জুলাই-জুন) আগস্টের তুলনায় মে মাসে রপ্তানি আয় কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় এ মে মাসে রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ঈদুল ফিতর উপলক্ষে সাত থেকে আট দিন কারখানা বন্ধ ছিল। এ সময় উৎপাদন ও রপ্তানি কার্যক্রমও বন্ধ ছিল।পাশাপাশি ইউরোপসহ বিশ্বজুড়ে উচ্চ মুদ্রাস্ফীতিও দেখা গেছে। এ কারণে চাহিদা কমে যাওয়ায় গত মে মাসে রপ্তানি কমেছে।

অন্যদিকে, গত এপ্রিল মাসে বাংলাদেশ পণ্য রপ্তানির মাধ্যমে আয় করে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।

ইপিবির প্রতিবেদন অনুসারে, মে মাসে কমলেও ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে সার্বিক রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ। আবার গোটা অর্থবছরের রপ্তানি আয় ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা।

এ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। বিপরীতে ১১ মাসেই রপ্তানি আয় হয়েছে চার হাজার ৭১৭ কোটি ডলার। অর্থাৎ অন্তত ৩৬৫ কোটি ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *