November 24, 2024

ফরচুন নিউজ ২৪

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে শুনানি শেষে সোমবার আদেশ দেবে হাই কোর্ট।

1 min read

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ আবেদনটি আদেশের জন্য সোমবার দিন ঠিক করে দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

মহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আমাদের শুনানি গ্রহণ করেছেন। এরপর শুনানির জন্য সরকারপক্ষ থেকে সময় নিয়েছে। আগামীকাল তারা বক্তব্য দেবেন। এরপর আদালত আদেশ দেবে বলে জানিয়েছে।”

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে গত ৬ মার্চ রিট আবেদনটি করেন সৈয়দ মহিদুল কবিরসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। অন্য দুই আইনজীবী হলেন- আইনজীবী মনির হোসেন ও মোহাম্মদ উল্লাহ।

আবেদনে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, এফবিসিসিআইয়ের সভাপতিসহ সংশ্লিষ্ট আট জনকে বিবাদী করা হয়।

গত কিছু দিন ধরেই দেশে সয়াবিন তেলের দরে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে; যদিও প্রয়োজনের চেয়ে বেশি তেল এখনও মজুদ রয়েছে বলে সরকারের ভাষ্য।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতোমধ্যে ভোজ্যতেলের কারখানায় অভিযান শুরু করেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *