রূপচর্চায় যেভাবে কমলার খোসা ব্যবহার করবেন
1 min readকমলা শুধু খাওয়ার জন্যই নয় এর খোসাও রূপচর্চার কাজে লাগে। তাই কমলার খোসা ফেলে না দিয়ে রূপচর্চায় ব্যবহার করুন। জেনে নিন রূপচর্চায় যেভাবে কমলার খোসা ব্যবহার করবেন।
ব্ল্যাকহেডস দূর করে: কমলার খোসার গুঁড়া দইয়ের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ব্ল্যাকহেডস দূর হয়। নাক হোক বা মুখের যে কোনও জায়গায় ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে এই ফেসপ্যাকটি খুব উপকারী হবে। মুখে দশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক মিনিটেই ভ্যানিস হবে কালো কালো দাগ।
ব্রণ দূর করে: অল্প গোলাপজলে কমলার খোসার গুঁড়ো মিশিয়ে মুখে লাগালে ব্রণের সমস্যা দূর হয়।
দাগ দূর হয়: মসুর ডালের সঙ্গে কমলার খোসা পিষে মুখে লাগালে দাগ দূর হয়। এর সঙ্গে সঙ্গে গায়ের রংও উজ্জ্বল হয়। নারী-পুরুষ নির্বিশেষে এই মিশ্রণ মুখে লাগালে দারুণ উপকার পাবেন।
চুলের ঔজ্জ্বল্য বাড়ায়: শুধু মুখে নয়, চুলে কমলার খোসার পেস্ট ব্যবহার করলে চুলের ঔজ্জ্বল্য ও শক্তি বৃদ্ধি পায়। সেই সঙ্গে খুশকি ও চুল পড়ার সমস্যাও দূর হয়।