বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেকে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ
1 min readপ্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিকে বরিশাল জেলা প্রশাসন এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা বন্ধুমেলার আয়োজনে নগরীর আলেকান্দা ১৩ নং ওয়ার্ড এলাকার জোহরা ছামাদ ট্রাস্ট স্কুলে দরিদ্র খেটে খাওয়া কর্মহীন ৬০ টি অসহায় পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মো. মুনিবুর রহমান, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামরুজ্জামান, বন্ধুমেলার সহ-সভাপতি মো. শাহাজাদা হিরা, শাওন খান, সাধারণ সম্পাদক কাজী তারিফ, সৈয়দ মেহেদী হাসান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জোহরা ছামাদ স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় শিশু খাদ্য হিসেবে প্রত্যেক পরিবারকে বিভিন্ন প্রকারের পুষ্টিকর সামগ্রী প্রদান করা হয়।