April 20, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত

1 min read

বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ২৩ জন সহ অদ্যাবধি এ জেলায় ২৯৯৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্ত ৪৯ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৩৫৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে আরও ০১ জন করোনা পজেটিভ ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এনিয়ে জেলায় ৫৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। সোমবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০১ জন স্বাস্থ্যকর্মীসহ ০৩ জন, বানারীপাড়া উপজেলার ০২ জন, আগৈলঝাড়া উপজেলার ০১ জন, গৌরনদী উপজেলার ০১ জন, বরিশাল নগরীর বাংলাবাজার ও বিএম কলেজ রোড প্রত্যেক এলাকার ০৩ জন করে ০৬ জন, ফিশারী রোড এলাকার ০২ জন, কালীবাড়ি রোড, জর্ডন রোড, কাউনিয়া, আগরপুর রোড, ২৭ নং ওয়ার্ড, ফজলুল হক এভিনিউ প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০১ জন চিকিৎসকসহ মোট ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই শনাক্ত হওয়া ব্যক্তিদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। এছাড়া তিনি সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

About The Author