October 11, 2024

ফরচুন নিউজ ২৪

ফের বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

1 min read

মহামারি করোনা ভাইরাসের কারণে ফের আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংকটের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

আগামী দুই সপ্তাহে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কি না, চিন্তা ভাবনা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী

তিনি জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর থেকে বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

এদিকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি মাদ্রাসা ছাড়া) ছুটি রয়েছে। এছাড়া আসন্ন শীতে করোনার দ্বিতীয় আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিতে পারেনি। করোনার কারণে প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও বাতিল করতে হয়েছে।

About The Author