April 27, 2024

ফরচুন নিউজ ২৪

শার্লি হেবদোর বিরুদ্ধে এরদোয়ানের মামলা

1 min read

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) ম্যাগাজিনটির বিরুদ্ধে এ মামলা করেন এরদোয়ান।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারার প্রসিকিউটরের কাছে এ অভিযোগটি জমা দেওয়া হয়েছে। এরদোগানের আইনজীবী হুসেই আদিন জানিয়েছেন, এরদোয়ান তার বিরুদ্ধে ঘৃণ্য কার্টুনের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে।এর আগে আঙ্কারার প্রসিকিউটরও শার্লি হেবদোর বিরুদ্ধে দেশের প্রেসিডেন্টকে অপমানের জন্য মামলা  করেন। শার্লি হেবদো ম্যাগাজিনের কাভারে এরদোয়ানের যে কার্টুন ছেপেছে সেখানে, হিজাবপরা একজন নারীর সঙ্গে এরদোয়ানকে অশালীন অবস্থায় দেখানো হয়েছে।

About The Author