October 11, 2024

ফরচুন নিউজ ২৪

নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার

1 min read

গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাতটা পারলে ভুলে যেতে চাইবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মার্শেইয়ের খেলোয়াড় আলভারো গঞ্জালেজকে মাথায় থাপ্পড় মেরে লাল কার্ড দেখেছেন তিনি। কিন্তু বিষয়টি সেখানেই থামেনি। শাস্তি আরও বেড়েছে। আগামী ২ ম্যাচের জন্য নেইমারকে নিষিদ্ধ করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে ম্যাচের শুরু থেকেই নেইমারের বাকবিতণ্ডা চলছিল। অতিরিক্ত সময়ের শেষদিকে আলভারোর মাথার পেছনে আঘাত করেন ব্রাজিলিয়ান তারকা। ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।

আরএমসি স্পোর্টসের বরাতে ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মাথায় আঘাত করার কারণে নেইমারকে কমপক্ষে সাত ম্যাচ নিষিদ্ধ করার সম্ভাবনা ছিল। বিষয়টি ফরাসি ফুটবল কর্তৃপক্ষ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। পার্ক দো প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচটিতে নেইমারসহ মোট পাঁচজন লাল কার্ড দেখেছেন। বাকি চারজন হচ্ছেন পিএসজির লারভিন কুরজাওয়া, লেয়ান্দ্রো পারেদেস ও মার্শেইয়ের জর্দান আমাভি, দারিও বেনেদেত্তো।

ম্যাচের পর নেইমার দাবি করেন, আলভারো তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। এছাড়া বেশ কিছু গালিসহ এই স্প্যানিশ ডিফেন্ডার তাকে বানর বলেও ডেকেছে এমন অভিযোগ করেন নেইমার। টুইটার ও ইন্সটাগ্রামে এই সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট দেন পিএসজি ফরোয়ার্ড। এর মাঝে এক পোস্টে আলভারোর মুখে ঘুষি মারতে না পেরে আফসোস করেন ব্রাজিলিয়ান তারকা। অবশ্য আলভারো সব অভিযোগ অস্বীকার করেছেন।

About The Author