April 23, 2024

ফরচুন নিউজ ২৪

সাবেক ক্রিকেটার এএসএম ফারুক আর নেই

1 min read

মাত্র তিনদিন আগে চলে গেলেন বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। তিনি ছিলেন এএসএম ফারুকের ভগ্নিপতি। ছোট বোনের জামাতার হঠাৎ চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার আগে পরপারে চলে গেলেন দেশের ক্রিকেটের পরিচিত মুখ নামী ক্রিকেট ব্যক্তিত্ব এএসএম ফারুক।

ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার বুধবার সন্ধ্যার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সদা হাস্যোজ্বল এএসএম ফারুক ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন।

উল্লেখ্য, শামীম কবিরের নেতৃত্বে ঢাকায় ১৯৭৬ সালে এমসিসির বিপক্ষে তিন দিনের বেসরকারি টেস্ট ম্যাচে বাংলাদেশের যে দলটি অংশ নিয়েছিল, এএসএম ফারুক ছিলেন সেই দলের সদস্য। তার নেতৃত্বেই ১৯৭৭-১৯৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান।

খেলোয়াড়ী জীবন শেষে বিভিন্ন সময় দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদেও আসীন ছিলেন এএসএম ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার।

এছাড়া রাজধানী ঢাকা তথা দেশের অভিজাত সামাজিক ক্লাব ‘ঢাকা ক্লাবের’ অন্যতম সদস্য ছিলেন এএসএম ফারুক।

About The Author