April 20, 2025

ফরচুন নিউজ ২৪

জব্দ হওয়া ঠেকাতে রাশিয়ান জাহাজ সরানো হ চ্ছেমালদ্বীপে

বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা আসার পর রাশিয়ান মালিকানাধীন বেশ কিছু জাহাজকে মালদ্বীপে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মালদ্বীপের প্রত্যর্পণ চুক্তি নেই।

এর আগে রাশিয়ান বিলিয়নিয়ার আলিশের উসমানভের একটি বিশাল জাহাজ হামবুর্গ শিপইয়ার্ডে জব্দ করে জার্মানি। ওই জাহাজটির মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা ৫১০০ কোটি টাকা। এরপরই অন্য বিলিয়নিয়াররা তাদের জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) যেসব রুশ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, উসমানভ তাদের একজন।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান সাতটি ব্যাংককে আন্তর্জাতিক ব্যাংকিং পেমেন্ট ব্যবস্থা সুইফট থেকে বের করে দেওয়া হচ্ছে। আগামী ১২ মার্চের পর থেকে ওই ব্যাংকগুলো আর সুইফট নেটওয়ার্কে লেনদেন করতে পারবে না বলে সুইফটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *