November 28, 2024

ফরচুন নিউজ ২৪

১৫ মিনিটে সূচক বাড়ল ৫২ পয়েন্ট, লেনদেন তিনশ কোটি

1 min read

নতুন বছরের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস সোমবারও লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেইসঙ্গে লেনদেনেও বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

সোমবার (৪ জানুয়ারি) মাত্র ১৫ মিনিটে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে গেছে। এ সময়ে লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসই’র পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের শুরুতে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সূচকের বড় উত্থানের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এদিন লেনদেন শুরুর আগেই ডিএসইতে প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেন শুরু হতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ১৪ পয়েন্ট আর ডিএসই-৩০ বেড়েছে ২১ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৫টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৯৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

About The Author