হাদিসুরের পরিবার পাচ্ছে ১ কোটি টাকা
1 min readইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেতাগী উপজেলার কদমতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে হাদিসুরের পরিবারকে প্রায় এক কোটি টাকা সহায়তার ঘোষণা দেয় শিপিং করপোরেশন।সোমবার (১৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের নিথর দেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গে স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় লাশবাহী গাড়ি থেকে কফিন নামিয়ে করানো হয় গোসল। ১০টায় বাড়ির পাশের মাঠে হয় জানাজা। অস্থায়ী মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজারো মানুষ। এলাকার প্রিয় মুখ হাদিসুর লাশ হয়ে ফেরায়, শুধু পরিবারই নয়, চোখ ভিজেছে পরিচিত জনদেরও। কেউ চিৎকার করে কেউ বা নিরবে দাঁড়িয়ে চোখের জল ফেলেছেন।
হাদিসুরের জানাজায় অংশ নেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান, বিআইডব্লিউটিএ প্রিন্সপাল অফিসার ক্যাপটেন আলী রেজা, বরিশাল মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপটেন আতিকুর রহমান, বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সুহৃত সালেহিনসহ তার সহকর্মীরা।সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশেই দাফন করা হয় হাদিসুরকে।
এদিকে হাদিসুরের পরিবারকে প্রায় এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা জানায় শিপিং করপোরেশন। সরকারের পাশাপাশি দলীয়ভাবে সহায়তায় পাশে থাকবে বলে জানান স্থানীয় আওয়ামী লীগের নেতারা।বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান বলেন, আমরা হাদিসুরের পরিবারকে প্রায় এক কোটি টাকা প্রণোদনা দেওয়ার কথা ভাবছি। আশা করি এটা করা সম্ভব হবে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে।
গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায়। নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।