স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের অনুমতি দিল ইবি
1 min readকরোনা মহামারীর কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যে সকল বিভাগসমূহে রিটেক/ মানউন্নয়ন পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি, সে সকল বিভাগকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের আবেদন ও বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে।
প্রথমত, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। এরপর কোন কোর্সে পরীক্ষার্থী সংখ্যা ১০ জনের বেশি হলে পরীক্ষা গ্রহণ করতে পারবেনা সংশ্লিষ্ট বিভাগ। এছাড়া পরীক্ষার্থীদের ক্যাম্পাসে কোন ধরনের আবাসিক সুবিধা প্রদান করা হবে না।