April 12, 2025

ফরচুন নিউজ ২৪

স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা ঠাণ্ডা করতে ৪২০ কি.মি হাঁটলেন স্বামী!

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ৪৮ বয়সী ইতালিয়ান এক ব্যক্তি। বাড়ি থেকে বেরিয়ে তিনি সিদ্ধান্ত নেন মাথা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত রাস্তায় হাঁটতে থাকবেন। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি বাড়ি থেকে ৪২০ কিলোমিটার দূরে চলে যান। মঙ্গলবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে তাকে একটি মহাসড়কের পাশে আটকায় ইতালিয়ান পুলিশ। কারণ সেখানে করোনাভাইরাস সংক্রমণের কারণে কারফিউ চলছে। এরপর সেখান থেকে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ইতালিয়ান গণমাধ্যম রেস্তো দেল কার্লিনো জানিয়েছে, ওই ব্যক্তি টানা এক সপ্তাহ হেঁটে কোমো প্রভিন্স থেকে ৪২০ কিলোমিটার দূরের এলাকা ফোনোতে চলে যান। এই সময় তিনি দৈনিক ৬৫ কিলোমিটার হেঁটেছেন।

এদিকে, দীর্ঘ লম্বা এই পথ পাড়ি দেওয়া ওই ব্যক্তি পুলিশকে জানান, তিনি লম্বা এই পথ পাড়ি দিতে এত বেশি ক্লান্ত হননি। আর তিনি দীর্ঘ পথ হেঁটে ইতোমধ্যে ‘ইতালিয়ান ফরেস্ট গাম্প’ হিসেবে খ্যাতি পেয়েছেন। এরপর তাকে ছাড়ানোর জন্য আসে তার স্ত্রী। কারফিউ ভাঙার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করে তাকে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

About The Author