April 14, 2025

ফরচুন নিউজ ২৪

সমস্যা হলে জানিয়ে দাও যে আর খেলবে না: সাকিবকে পাপন

সাকিব ইস্যুতে উত্তপ্ত বিসিবি। বেজায় চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার রাতে দুবাই যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া না যাওয়া নিয়ে বলা সাকিবের কথাবার্তা নিয়ে আজ সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কড়া কথা বলেছেন বিসিবি সভাপতি।

প্রশ্ন ছিল জাতীয় দল দক্ষিণ আফ্রিকা যাওয়ার ৩-৪ দিন আগে সাকিবের হঠাৎ খেলতে না চাওয়ায় কী বিসিবি বিব্রত? কিংবা বিচলিত? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে বিসিবি সভাপতি কড়া ভাষায় বলেন, ‘আমরা মোটেও বিচলিত নই। ও (সাকিব) হয়তো মানসিক ও শারীরিকভাবে ডিস্টার্ব।’এটুকু বলে পাপন যোগ করেন, ‘সাকিবের যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে এভাবে মিডিয়ার কাছে বলে দেওয়া কেন? ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো। কোচের সঙ্গে কথা বলতে পারতো। টিম ডিরেক্টর সুজনের সঙ্গে কথা বলতে পারতো। হঠাৎ এভাবে চমক দেওয়া কেন করছে। আমাদের অনেকে এটা পছন্দ করেনি।’

সাকিব বলেছেন, তিনি আফগানিস্তানের সঙ্গে সিরিজটি উপভোগ করেননি। যার ভাবার্থ দাঁড়ায় আফগানদের সাথে সাকিব খেলতে চাননি। বিসিবি তাকে খেলতে রাজি করিয়েছে।

দলের একজন সিনিয়র ও অন্যতম প্রধান ক্রিকেটারের মুখে এমন কথা শুনে কী বিসিবি প্রধান হিসেবে আপনি বিব্রত? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে বিসিবি প্রধান উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়ে দেন।

‘সাকিব বলছে আফগান সিরিজে সে উপভোগই করেনি। তার মানে কী দাঁড়ায়? আমরা যে জিতেছি সেটা সে উপভোগই করেনি? কেন? তার যদি অফফর্ম থাকত, সে বলতো খেলব না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই।’

এ বছর বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির সময় পাপন বলেছিলেন, ‘আমরা চাই কে কোন সিরিজ খেলবে আর কোনটা খেলবে না, কে কখন অ্যাভেইলেবল? তা আমাদের জানিয়ে দিক। তাহলে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা গ্রহণ করতে সুবিধা হবে।’

আজ সোমবার আবার সে কথার সূত্র টেনে পাপন বলে উঠলেন, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না; কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে প্ল্যান করতে পারি।’

সাকিব যে আফগানিস্তানের সঙ্গে সিরিজ উপভোগ করেননি- তা খণ্ডন করে পাপন বললেন, ‘সাকিব আফগানদের সাথে খেলার সময় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ ও চাঙ্গা ছিল না- সেটা তো কাল জানলাম। কিন্তু আমরা তো কেউ টেরই পাইনি। জানিও না। এগুলো আগে বলে ফেললে অসুবিধা কী? আমার ধারণা, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত। আইপিএল খেললে এসব বলতো কি না সন্দেহ।’

    About The Author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *